মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলা জাতীয় কৃষক পার্টির  দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ মুক্তির মোড় চাইনিজ রেষ্টুরেন্টের ৪র্থ তালায় এই সম্মেলনের আয়ো জন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতী য় পার্টির চেয়ারম্যান স্যারের উপদেষ্টা ও নওগাঁ জেলার জা তীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট মোঃ তোফা জ্জল হো সেন।উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলে ন সাই দুল ইসলাম দুলু ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন আনছার আলী, শফিকুল আলম,মোস্তফা কামালসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন বাংলার মানুষ পল্লীবন্ধু এরশাদের সর্নযুগের কথা ভোলেন নাই। জাতীয় পার্টি একটি শক্তিশালী দল, জাতীয় পার্টি
ব্যাতীত বাংলার ইতিহাস সৃষ্টি হবে না। এরশাদ সাহেবের আমলে আমরা ভাল ছিলাম এবং জাতীয় পার্টি জি,এম কাদের সাহেবের নেতৃত্বে দলীয় কার্যক্রম ভালভাবে চলিতে ছে। প্রধান অতিথি এ্যাডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সুন্দর ব্যাবস্তা করার জন্য অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ
মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করেন।

উক্ত সম্মেলনে মোঃ শফিকুল ইসলাম নাহিদকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক নিযুক্ত করিয়া মোট ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক পার্টি নওগাঁ জেলা শাখার কমিটি গঠন করা হয়।