মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনি র্বাহী কমিটির ১৫ সদস্য বিশিষ্ট ২০২ ৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন এর প্রতিনিধি এ,এস,এম রায়হান আলম।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাভি শন ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি বেলায়েত হোসেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমি টির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যšত্ম নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে ভোটের মাধ্যমে উৎসব মুখোর পরি বেশে এই নির্বাচন অনুষ্ঠি ত হয়।
এছাড়াও অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দুটি পদে দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার প্রতি নিধি মীর মোশাররফ হোসে ন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন-সম্পাদক জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবি উনের প্রতিনিধি আব্দুর রউফ পাভেল ও বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ এর প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলো কিত সকালের প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পা দক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদ ক পদে নাগরিক টিভির ও ঢাকা মেইলের প্রতিনিধি সুমন আলী।
কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন, দৈনিক ইনকি লাব ও দৈনিক বগুড়ার প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি ও দৈনিক ভো রের ডাকের প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর প্রতি নিধি ওমর ফারম্নক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জি এম মিঠুন, দৈনিক অবজারভারের প্রতিনিধি ওবায়দু ল হক এবং দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি শামী ম আনসারী।
এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশের প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন।