মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ জেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক ছোটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, মুক্তিযোদ্ধা গোলাম সামদানী প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে, বঙ্গবন্ধুর পরিবারের শহীদ হওয়া সকল শহীদ, জাতীয় চার নেতা ও দেশের তরে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভি ও মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি বলেন আমরা আরো একটি বাংলা বছরকে বিদায় জানিয়ে নতুন একটি বছরকে বরণ করলাম।
তাই পুরাতন বছরের সঙ্গে নিজেদের মধ্যকার সকল বিভেদকে বিদায় জানিয়ে নতুন বছরের সঙ্গে একাত্ম ঘোষণা করে আগামীর স্মার্ট বাাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে আবারো উন্নয়নের প্রতিক নৌকা হয়ে কাজ করার আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে একমাত্র আওয়ামীলীগ সরকারই সক্ষম। তাই আগামীতেও মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাানোর কোন বিকল্প নেই।