Breaking News

নওগাঁ বিশ্বিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহনের ১ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভা

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড.মোহাম্মদ হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ব বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য জমি অধিগ্রহণের অনু মোদন এবং বিশ^বিদ্যালয়ের ভৌত অবকা ঠামো ও একাডেমিক মাস্টার প্লান তৈরির জন্য ৪ কোটি ৭৫ লাখ টাকা খাতে বরাদ্দ দি য়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একটু দেরিতে হলেও আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছি।
ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল বার দুপু রে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবি নি ম য় সভায় অধ্যাপক হাছানাত আলী এসব কথা বলেন।
সভায় রাজ নৈতিক দলেরনেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র সমাম জের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থি ত ছিলেন।
মতবিনিময় সভায় হাছানাত আলী ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছরে কি কি কাজ করেছেন তা লিখিত আকারে তুলে ধরেন। ড. হাছানাত আলী বলেন,তিনি ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পূর্ণাঙ্গ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল গঠন করা হয়েছে।
‘নওগাঁ বিশ^বিদ্যালয়ের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা’ ও ৫০ বছরের জন্য একাডেমিক মাস্টার প্লান প্রণয়ণের লক্ষ্যে ডিপিপি প্রেরণের পর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর পত্রিকা য় বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু হয়েছে।
এছাড়া বিশ^ বিদ্যা লয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহ ণের জন্য সাইড সিলেকশন সম্পন্ন করে ভূমি অধিগ্রহণের জন্য প্র শাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রালয়।
বিশ^বিদ্যালয়ের গ্রন্থাগার সমৃদ্ধকরণের জন্য এই সমেয় বাংলা একাডেমি,এশিয়াটিক সোসাইটি,ইসলামিক ফাউ ন্ডেশন থেকে বই প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেছে।
এছাড়া ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বইসহ বিভিন্ন শিক্ষাউপ করণ উপহার পাওয়া গেছে। ছাত্র সমাজের এক প্রতিনিধির পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি মনে করি বিশ^বিদ্যালয়ের ভিসির পদ একটি রাজনৈতিক পদ।
তবে ভিসির দায়িত্বনেওয়ার পর আমি আমার একাডেমিক ও প্রশা সনিক কার্যক্রমে কোনোদলের প্রতি আনুগত্য প্রকাশ পায় এমন কাজ করতে চাই না।
বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চি তকরা হবে। প্রকৃত মেধাবীদের নিয়োগ দেওয়া হবে।’
মতবিনিময় সভায়নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণসম্পাদক মামুনুর রহমান রিপন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখারআমীর আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাড. আ স ম আবু সায়েম, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, বিএন পি নেতা জাহিদুল ইসলাম,নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হা ন আলম, সাধারণ সম্পাদকবেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রাজ নীতি বিদ ও নাগরিক সমা জের প্রতিনিধিরা আগামী সেশন থেকেন ওগাঁবিশ^বিদ্যালয়ের একাডেমিক চালুর দাবি জানান।
বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে উপাচার্য হাছানা তআলীকে কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস ব্যক্ত করেনতাঁরা।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ বিল পাস হয়।
পরবর্তীতে ২০২৫সালের ১৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করে এই বিশ^বিদ্যালয়টির নামপরিবর্তন করে ‘নওগাঁ বিশ^বিদ্যা লয়’ করা হয়।
তবে ভিসিসহ কিছু জনবল নিয়োগ এবং বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমিঅধিগ্রহণের অনুমোদন ছাড়া বিশ^বিদ্যা লয়টির তেমন দৃশ্যমাণ অগ্রগতি হয়নি।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …