মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ স্থায়ী ক্যাম্পাস না থাকায় নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল চত্বর থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণির পেশার মানুুষ অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে প্রতি ষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে।
বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে।
তাই ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *