Breaking News

নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেলন বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা চনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী)

আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুক রিয়া আদায় করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফ জলে হুদা বাবুল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বি শেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহাদেবপুর ও বদ ল গাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

বদলগাছী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দু ল হাদি চেধুরী টিপু জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএ নপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ফজলে হুদা বাবুল বলেন, এ মনো নয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর-বদ লগাছী উপজেলার সকল নেতাকর্মীর।

সকলে মিলে এক সাথে কাজ করার আহ্বান জানান। তি নি আরো বলেন, এ আসন থেকে আরো দুইজন মনো নয় ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ কর বেন বলে আশা করছি।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …