উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রাসেল শেখ (৩০ ) ও মোঃ মমিন হোসে ন (২৪) না মের দুইজন চোরকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলি শ।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাসেল শেখ (৩০) নড়া ইল জেলার কালিয়া থানার মোঃ উকিল শেখের ছেলে ও মোঃ মমিন হোসেন (২৪) মাগু রা জেলার পারনান্দয়ালী গ্রামের মোঃ মনিরুল মোল্যার ছেলে।
গতকাল বিকাল নড়াইল সদর থানাধীন আউড়ি য়া গ্রামস্থ মাদ্রাসাতু দারুন নাঈম হাফেজিয়া মাদ্রাসার সামনে হতে মোঃ জিহাদুল ইস লাম (২১) এর ব্যবহৃ ত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১-৫৭৩২, ইঞ্জিন নং-DHZW GE-91945, চ্যাসিস নং MD 2A11 CZ 8GWE85 316) চোরেরা চুরি করে চম্পট দেয়।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশে চোরাই মোটর সাইকে ল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলি শ।
এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা গো য়েন্দা শাখা র অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহি দুর রহমান, এএ সআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআ ই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালি য়ে শনিবার (২২ফেব্রু য়ারি) সকাল কালিয়া থানাধীন ২নং পুরুলিয়া ইউনি য়নের পুরুলি য়া গ্রামেল সোহান সরদারের বসতবা ড়ির উত্তর পাশে পুরুলিয়া হতে রঘুনা থপুর গামী পাঁকা রাস্তার উপর হতে আসামি দের গ্রেফ তার করেন।
গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটর সাইকেল (যার রেজি নং-নড়াইল ল-১১- ৫৭৩২) উদ্ধার পূর্বক বিধি মোতাবে ক জব্দতা লিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি চুরির মাম লা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদাল তের সোপর্দ করা হয়েছে।
One thought on “নড়াইলে চোরাই মোটরসাইকেলসহ আটক:২”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *