উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ  তিনজন গ্রেফতার।
সবুজ বিশ্বাস (২৮) নামের একজন মাদক কারবা রিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস (২৮) কাশিয়ানি থানা ধীন শংকরপাশা (রাতইল) গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতি নি ধি নড়াইল থেকে জানান, রবিবার (১২ জানুয়ারি) রাতে লোহা গড়া থানাধীন লোহাগড়া পৌরসভাস্হ ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়া সাকিনস্হ লতিফা বেগম ম্যানশন নামক ভবনের সামনে লোহাগড়া টু কালনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাব ধানে এসআই (নিঃ) তারেক হোসেন, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এএসআই (নিঃ) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহা গড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নড়াইল ডিবি পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলে টসহ দুইজন গ্রেফতার মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসা লিম (২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে।
রবিবার (১২ জানুয়ারি) নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়া মারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকেতাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দাশাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপি এম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভি যান চালিয়ে মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার  কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।