Breaking News

নড়াইলে সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে লক্ষাধিক টাকা জরিমানা, ১২ টা মোটরসাইকেল আটক

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:নড়াইলের সদরে সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট তল্লাশি কালে ১২টি মোট রসাইকেল আটকের পাশাপাশি জরিমানা করা হয়েছে লক্ষাধিক টাকা।

গত শুক্রবার বিকেলে নড়াইল শহরের হাতির বাগান এলা কায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

অভিযান চলাকালীন এক মধ্য বয়স্ক ভদ্রলোক মোটর সাইকেল হেলমটে পরিহিত অবস্থায় কিন্তু সামনে তার ৩ বছর বয়স্ক ফুটফুটে এক বাচ্চা।

চেকপোস্ট অতিক্রম করার সময়ে ওই ভদ্রলোককে দাঁড়ানোর জন্য হাত উঁচু করলেন এক সেনা কর্মকর্তা।

সেনা কর্মকর্তা ওই ভদ্রলোকের উদ্দেশ্যে বলেন, ‘আস সালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আপনি মাথায় হেলমেট পরেছেন, গাড়ির কাগজ ও সবই ঠিক আছে।

আপনি একজন ভালো চালক সেটাও মানছি কিন্তু যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। আপনার ছোট্ট পরী টার মাথায় হেলমেট নেই! পড়ে গিয়ে বেঁচে থাকলেও মুখে তো দাগ হয়ে যেতে পারে। কোনো কারণে পরীটার মুখে দাগ হলে, সেটা কি ভালো দেখাবে?’

নাম-পরিচয় মূখ্য নয়, ভদ্রতার সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধা শীল থাকার আহ্বান সেনা কর্মকর্তাদের। অপারাধ ভেদে জরিমানা গুণতে হলো মোটরসাইকেল চালকদের।

এদিকে বিদেশি নাগরিকের পাশাপাশি এ তালিকায় ছাড় দেয়া হয়নি সেনাবাহিনী- পুলিশ সদস্যসহ কোনো সরকারি কর্মচারীকে ও।

সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সম্প্রতি বেড়ে যাও য়া মোটরসাইকেল চুরি রোধে এ চেকপোস্ট বসিয়ে মো টরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করা হয় বলে জানায় অভিযানে থাকা সদস্যরা।

এ বিষয়ে নড়াইল ট্রফিক বিভাগের পুলিশ পরিদর্শক ( শহর ও যানবাহন) এ এম এম কামরুল ইসলাম বলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাই কেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মোটরসাইকেলর চালককে জরিমানা করা হয় ১ লাখ ২২ হাজার টাকা।

আর বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ১২ টি মোটরসাইকেল। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

One comment

  1. নড়াইলে সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে লক্ষাধিক টাকা জরিমানা, ১২ টা মোটরসাইকেল আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *