Breaking News

নড়াইলে ১৩ মাদক মামলার আসামি আড়াই কেজি ইউসুফ গাঁজাসহ পুলিশের হাতে আটক

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার::
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ মাদক মামলার আ সামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কে জি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতার ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে

ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়।

এসময় ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির উঠান থেকে গ্রেফ তার করেন। পরে তার হাতে থাকা এক টি ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতার ইউসুফ শেখের নামে বি ভিন্ন থানায় ১৩ মাদক মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …