Breaking News

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি।।
বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রমি।

কের কথা বলে দেশ থেকে হাজার হাজার।কোটি টাকা লুট।পাট করেছে, খুন করেছে, গুম করেছে, ছাত্র শিবির এমন দেশ।প্রেমিক চায়না।

ছাত্র শিবির এমন দেশপ্রিমক তৈরি করে, যেখানে কোন।জুলুম নির্যাতন থাকবে না, লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের।স্বপ্ন বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

সোমবার(১৩ অক্টবর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবি র সাতক্ষীরা সরকারী।কলেজ শাখা ও শহর শাখার যৌথভা বে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভা পতি রফিকুল ইসলামের।সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদু জ্জামানের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রী য় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষী রা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের।অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম্সম্পাদক নোমান হোসেন নয়ন, জামায়াতের জেলা সেক্রেটারী মাও।

লানা।আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যা পক ওমর ফারুক,।বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি।আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক।

কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শি বিরের সেক্রেটারী মেহেদী।হাসান, একাদশ শ্রেনীর শিক্ষা র্থী শান জিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইস লা ম বলেন,।ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্য তা মূলক নয়। তবে শিবির।সম্পর্কে জানতে আপনারা পড়া শো না করতে পারেন।

ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন।

তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি। ছাত্র শিবির তোমাকে স্বপ্ন দেখায়, লক্ষ্য ঠিককরে তা বাস্তবায়নে গাইড লাইন দেয়।

শুধু স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তোমরা তাই কর বে।

ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি আরো বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা।

এটা ইসলামের বিরু দ্ধে নিছক বিদ্বেশ ছড়ানো ছাড়া আর কিছু নয়। নারীর অধী কার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে।

এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতি বাচক ভূমিকা রেখে যাচ্ছে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বর ণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনাসহ সার্বিক বিষয়ে তুলে ধরে এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ ভিাগের বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহিনুর রহমান, উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …