মিজানুর রহমান, (যশোর) ॥ যশোরের নবাগত জেলা প্রশা সক আজাহারুল ইসলাম বলেছেন দেশ স্বাধী নের পঞ্চা শ বছর পর ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধী নতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল দেশের প্রতি টি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে বিভিন্ন দপ্ত রের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন সকলকে মনে রাখতে হবে স্বাধীনতা মানেই যদি ব্যাক্তি পরিবর্তন হয় তাহলে সেই স্বাধী নতা টেকসই হয়না।

প্রধান অতিথি আরও বলেন সংস্কার হও য়া জরুরী এমন মতা ্মতই বেশি এসেছে। যে সব ক্ষেত্রে সংস্কার দরকার সেটি আজ থেকেই শুরু করা হবে।

তিনি বলেন আমরা সকলেই জনগনের সেবক। যে কারনে সেবা থেকে যেন মানুষ বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে।সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারনে এখানে মাদকের কারবার চলে।

তিনি বলেন, চৌগাছাতে শিক্ষার হার খুবই কম। তাই আপ নারা সকলে মিলে শিক্ষার হার বৃদ্ধি করুন। দেখবেন এক সময় সমাজ হতে মাদক নির্মূল হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কার্যা লয়ের সহকারী কমিশনার মাহির দায়ান আমির, থানা অফি সার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যানের ম ধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়া রম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, বিজিবি কমান্ডার আঃ রহমান, জামায়াত নেতা ও প্রধান শিক্ষক কামাল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংস দের সাবেক কমান্ডার রুহুল আমিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম খান,,প্রেস ক্লাবের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহিম,সাংবাদিক আজিজুর রহমান,,রির্পোটার্স ক্লাবের সম্পাদক হাসান মাহানুদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বাছিন আহ মেদ, আজিমুর রহমান সোহান,,রাশিদুল ইসলাম রিতম, প্রধা ন শিক্ষক আ জিজুর রহমান, শওকত আলী, সাংবাদিক কালিমুল্লাহ সিদ্দি ক, আব্দুল মান্নান,শ্যামল দত্ত,ইমাম হেসেন সাগর,,ফয়সাল আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আ তাউর রহমান লাল, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহ মান হবি, নুরুল কদর, আবুল কাশেম, সিরাজুল ইস লাম, মমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক মল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি, শিক্ষা কর্মক র্তা মোস্তাফজু ররহমান, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা সামছুন নাহারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক দলের নেতাকর্মী।অনুষ্ঠান শুরুর আগে হলরু মে উপস্থিত প্রধান অতিথিসহ সকলেই বৈষম্যবিরোধী ছাত্রজ নতার আন্দোলনে শহীদ দের প্রতি গভীর শ্রদ্ধা জানি য়ে এক মিনিট নিরাবতা পালন করেন।

One thought on “নতুন স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবেঃ যশোর জেলা প্রশাসক”
  1. নতুন স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের
    ঘরে ঘরে পৌঁছে দিতে হবেঃ যশোর
    জেলা প্রশাসক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *