Breaking News

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় সভা 

শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণে হিরো নিলয় বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার  (২৯ শে অক্টোবর সকাল ১০  টার সময়  শার্শা উপজেলার নাভারন  সাতক্ষীরা মোড়ে অবস্থিত হিরো নিলয় বাইক প্লাজা মোটরর্সে  আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিরো নিলয় মোটরর্সে  যশোরের এরিয়া ম‍্যানেজার আবুল হাসান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজুকি সুমি মোটরস ও নিলয় হিরো মটরস্ স্বত্বাধিকারী রেজা উল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন: সিটি হাসপাতালে চেয়া রম্যান আবু জুবায়ের রুমেল নাভারণ, ভাই ভাই অটো স্বত্বাধিকারী মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী উদযাপন প্রবাসী তরিকুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন,নিলয় হিরো মটরস্ সেলস এক্সিকি উটিভের জয়, সিনিয়ার টেকনিশিয়ান আলামিন সাব টেকনিশিয়াল সজিব, রাজু হোসেনসহ হিরো বাইক প্লাজা মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।
অনুষ্ঠান শেষে জাঁকজমকপূর্ণভাবে উন্মোচন করেন হিরো হলুদ কালার এক্সট্রিম ১২৫ সি সি,এফ আই এবিএস (এসি)  রেটসিলভার মেট বুলু হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ .সি সি স্পোর্টস এডিশন ডিরাম।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *