Breaking News

নারীদের অধিকার সুনিশ্চিত করতে হবে সাবেক সংসদ:মফিকুল হাসান তৃপ্তি 

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা রেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কা রের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত করতে উঠান বৈঠক করেন যশোর জেলার শার্শা-১ আসন এর সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শা র্শার ৮ নং কায়বা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের  এ উঠান বৈঠক করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহ মান মোড়ল।
ত্রায়োদশ জাতিয় নির্বাচনে ধানের শীষের মনোনায়ন প্রত্যাশী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমান এর ৩১ দফায় মা-বোন,কৃষক শ্রমিকও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্র তিশ্রুতি দেওয়া হয়েছে।
এই ৩১ দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের নেত্রত্বে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে।
এতে করে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বিএনপি মতায় গেলে নারীদের অধিকার ও মর্যদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠ নে তাদের কার্যকর ভুমিকা থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ তাজ উদ্দিন  শার্শা উপজেলার সহ সভাপতি মোঃ রুহুল আমিন আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামু ন বাবলু  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হা সান রিপন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ
,সাবেক কৃষক দলের সভাপতি যশোর  জেলা কৃষক দলের আহবায়ক কমিটি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বেনা পোোল যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আ সাদুজ্জামান আসাদ যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মি র্জা সদস্য পিন্টু সদস্য সোহাগ  সদস্য জিয়া পৌর স্বেচ্ছা সেবক দলের সদস্য রাইয়ান  সহ  ছাত্র দলের যুগ্ম আহবা য়ক মোঃ বিপ্লব সহ  বিএনপির বিভিন্ন অঙ্গসং গঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাম রুজ্জামান মুন্না।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …