মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে এলেও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণ বন্ধ হচ্ছে না।
নারীর অধিকার রক্ষায় তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে গণ্য না করে মানুষ হিসেবে দেখতে হবে। এ জন্য পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরি বর্তন করতে হবে।
নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র উদ্যোগে নওগাঁ শহ রের উকিলপা ড়ায় মৌসুমী কার্যালয় মিলনায়তনে মানবাধিকার কর্মীদের সংগঠন ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেং দেনিং (ডিএইচআরএ নএস) এর জেলা পর্যায়ের অ্যাডভো কেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ডিএইচআরএনএস নওগাঁ র সভাপতি ও নওগাঁ জজ কোর্টের আইনজী বী ডিএম আব্দুল বারী।
স্বাগত বক্তব্য দেন ডিএইচ আরএনএসের নওগাঁ জেলা মনিটরিং অফিসার নাইস পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএস এফ) সমন্বয়ক টিপু সুলতান।
অন্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ও ডিএইচআ রএনএস নওগাঁর আহ্বায়ক শহীদ হোসে ন ইকবাল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জ্যেষ্ঠ সাংবাদিক নবীর উদ্দিন, আব্দুর রউফ পাভেল, এমআর রকি, ওমর ফারুক প্রমুখ। সভায় বক্তারা বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা, নারীর স্বাধীন ভাবে চলাচলে বাধা, নারীর নিরাপত্তাহীনতা, নারীর প্রতি বিদ্বেষ মূলক আচরণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তা ছাড়া সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় তাঁরা উদ্বেগ প্রকাশ করে সরকার কে কার্যকর ভূমিকা পাল নের আহ্বান জানান তাঁরা। রাষ্ট্রের পাশাপাশি সমাজিক উদ্যোগও গ্রহণ করতে হবে।