সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যব হৃত বালু পরিবহনের লগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলথেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাগড়ামারী

এলাকায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় তার মরদ দেহ উদ্ধার করা হয়। সকালে গাবুরার টেকেরহাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গাগড়ামারী এলাকায় কপোতাক্ষ নদে ডুবুরি মিজানুরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

এরপর তারা ঘটনাস্থলে থাকা মিজানের পিতাসহ পরিবারের সদস্যদের খবর দেন। পরে নদে ভাসমান অবস্থায় তার মর দহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকে রহাটে কপোতাক্ষ নদে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজা নুর রহমান সরদার খুলনার ৫নংঘাট এলাকার দুলাল সরদা রের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।

নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুর মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার সকালে প্রায় দেড় কি লোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। সেখান থেকে স্থা নীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ সাইফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্ব মুহূর্তে মিজানুরের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *