Breaking News

নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

ডেক্স নিউজ :জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা জাতি ভুলে যায়নি।

৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন।

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালা উদ্দিন কাদেরসহ অনেকে আলেম-ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়।

এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।’

তিনি আরও বলেন, ‘এই দেশবাসী একটি স্বাধীন ও গণতা ন্ত্রিক বাংলাদেশ চায়—এমন বাংলাদেশ, যা কোনো বিদে শি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭৫ সালের বাকশাল শাস নের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়।

তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা।নই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২৬ সালে র ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।

সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আম রা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরি।বেশ সৃষ্টি করতে চাই।

গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

About admin

Check Also

নির্বাচন হলে জামায়াত এনসিপি’র অস্তিত্ব থাকবেনা ঃ মির্জা ফখরুল 

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে আর দলের ছেলেদের দিয়ে দেশে …

4 comments

  1. নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

  2. This bonus promo code is your chance to play smart today! Don’t wait and get instant bonuses. Best of all, it’s simple and quick. https://rant.li/nirdevilma/unlock-rewards-with-1xbet-bonus-codes-get-free-spins-bets-and-special-ld9v Betting welcome offer no deposit

  3. Highly energetic post, I enjoyed that a lot.
    Will there be a part 2?

    https://kyleadamblair.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *