ডেস্ক নিউজ: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বুলবুল ফের জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিনের আমীর পুনঃনির্বাচিত হয়েছেন।

তিনি আগামী ২০২৫-২৬ সেশনের জন্য দায়িত্ব পালন কর বেন।

সম্প্রতিকালে,ঢাকা মহানগরী দক্ষিনের সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহা নগরী দক্ষিনের আমীর পুনঃনির্বাচিত হয়েছেন।

তিনিই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইতিহাসে
নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যা লয়ের শহীদশাম সুজ্জোহা হলের নির্বাচিত জিএস ছিলেন।

অবশ্য ওই ছাত্র সংসদে বর্তমান জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ ভিপি নির্বাচিত হয়ে দৃষ্টান্ত দেখিয়ে ছিলেন।

তিনি একজন সাদা মনের মানুষ। দলমত নির্বিশেষে সবার কাছে একজন গ্রহনযোগ্য মানুষ।একেবারে সাধারন জী বন যাপন করেন।তিনি রাজনীতিতে খুবই তীক্ষ্ণ ,যুগো পযোগী ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।

মরহুম অধ্যাপক মোহাম্মদ ইসরাইল এবং মাতার নাম মোসাঃ নুরজাহান বেগম নুরীর বড় ছেলে।

তিনি ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারী (বুধবার) চাঁপাইনবাব গঞ্জ জেলার সদর  উপজেলার আঙ্গারিয়াপাড়া (রেহাইচর) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।