বিনোদন ডেস্ক:বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ এখন আগের মত ক্যামেরায় আর ধরা দিচ্ছেন না। সব রকমের লাইমলাইট থেকে তিনি বাইরে আছেন। তবে সব জল্পনা কল্পনা শেষ করে অবশেষে এই অভিনেত্রী ঈদের দিন ভাইজানের ঈদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ।
ক্যাটরিনা কাইফ ২০২১ সালে ভিকি কৌশলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর কয়েক মাস পর থেকে গর্ভাবর্তী হওয়ার গুজব ছাড়াচ্ছে। ক্যাটরিনার আড়ালে চলে যাওয়া নিয়ে নেটিজেনরা অনুমান করতে শুরু করে যে অভিনেত্রী গর্ভবতী। ঈদ অনুষ্ঠানে তাকে বেইজ কালারের গাউন পড়া অবস্থায় দেখা গিয়েছে।
পোশাকটি বেশ ঢিলেঢালা থাকায়, ভক্তদের মাঝে এক ধরনের উৎসাহ কাজ করে। তাদের ধারণা ক্যাটরিনা গর্ভবতী হওয়ায় হয়তো এই ধরনের পোশাক পড়েছেন। তবে এখন পর্যন্ত এই অভিনেত্রীর থেকে কোনো মতামত জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক্যাটরিনা কাইফ শীঘ্রই আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার-৩’ সিনেমার জন্য সালমান খানের সাথে জুটিবদ্ধ হবেন। এ ছাড়াও ‘জি লে জারা’ নামে আর একটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। সিনেমাটি ফারহান আখতার পরিচালনা করবেন। এই সিনেমায় আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়াও প্রধান ভূমিকায় অভিনয় করবেন।