নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের কোনাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার লেংগুড়া ইউপির গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া( ১৭) ও একজন খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে ৬টি মোটরসাইকেলে করে কিছু যুবক সীমান্তের কাছে সড়ক অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুইজন দুর্ঘটনাস্থলেই মারা যায়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়াও এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।