ক্রীড়া ডেস্ক:শেষ পর্যন্ত নেপালকে ১০৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
একে একে সবগুলো উইকেট হারিয়ে ২০ ওভার শেষ না করেই এই রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
সোমবার (১৭ জুন) ভোরে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ।
পুরো ২০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে ১৯.৩ ওভারে।
শেষ মুহূর্তে ২টি বাউন্ডারি মেরে বাংলাদেশের স্কোর তিন অংকের ঘর পার করে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে তিনি ১২ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ নেপালের সামনে খেই হারায় কি না, এই ভয়টাই পেয়েছিলো এ দেশের ক্রিকেট সমর্থকরা।
নেপাল যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে, তাতে হয়তো বাংলাদেশও বিপদে পড়তে পারে- এমন শঙ্কা আগে থেকেই ছিল।
সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে তেমনটাই ঘটেছে বাংলাদেশ দলের ব্যাটা রদের। নেপালি বোলিংয়েও যেন থরথর করে কাঁপছে বাংলা দেশের ব্যাটিং লাইনআপ।
ইনিংসের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হন আরেক ওপেনার লিটন কুমার দাস।
ষষ্ঠ ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
৫.৫ ওভারে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপের মুখে পড়ে বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তাও হয়ে ওঠে নি।
একের পর এক উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
সেই বিপর্যয় থেকে শেষ পর্যন্ত আর বের হতে পারেনি বাং লাদেশ। ১০৬ রানেই থাকে বাংলাদেশের ইনিংস।