নড়াইল ডিবি পুলিশের অভিযানে একশত বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাহাবু দ্দিন ইসলাম (৩১) ও মোঃ আল মিরাজ (১৯) নামের দুই জন মাদক কারবারি কে গ্রেফ তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলি শ গ্রেফতারকৃত মোঃ শাহাবু দ্দিন ইসলাম (৩১) চুয়া ডাঙ্গা জেলার জীবন নগর থানা ৮ নং পৌরসভা ধীন বসতীপাড়ার মোঃ কামাল হোসেন ও মোঃ আল মিরাজ (১৯) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা ৮ নং পৌরসভাধী ন দৌলতগঞ্জ পাড়ার মোঃ রায় হান ইসলামের ছেলে।
শুরুবার(১০ জানুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানা পৌরসভা ধীন ৪ নং ওয়ার্ডের গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে নড়াইল হতে মাগুরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফি সার ইনচার্জ মোঃ শাহাদারা খান পিপি এম, এর তত্ত্বাবধানে এস আই (নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মোঃ আল মিরাজ (১৯) কে গ্রেফ তার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে এক শত বোতল ফেন্সি ডিল জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবী র’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।