আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে রাজনৈতিক জনসভায় উপস্থিত জনতার পকেট থেকে পকো টাপাটির সদস্য মোটা অংকের নগদ টাকাসহ শতাধিক মোবা ইল ফোন হাতিয়ে নিয়েছে বলে জানাগাছে।
এ্যাপারে আদমদীঘি থানায় একাধিক জিডি হয়েছে বলে জানাগাছে।
জানাযায়, জনগনের ভোটের অধিকার প্রতিষ্টা এবং তত্বাবো ধায়ক সরকারের অধিনে নির্বাচনের ১ দফা দাবিতে রোববার বিএনপির কেন্দেীয় কর্মসুচি বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত যুবদল স্বেচ্ছাসেক দল, ছাত্রদলের তারুন্যের রোড মার্চ সময়ে অনুষ্টানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আদমদীঘি উপজেলা বিএনপির
সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুদারের সভাপতিত্বে এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন। এপথসভায় বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতা কর্মীসহ হাজার হাজার জনতা সমবেত হয়। সমাবেশে জনতার ব্যাপক ভিরের সুযোগে পকেট কাটাপাটির সদস্যরা জনতার পকেট থেকে মোটা অংকের নগদ টাকাসহ শতাধি কের ও বেশি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে।
পকেট কাটাপাটির কাছ থেকে সভার সভাপতি আব্দূল মহিত তালুকদারও রক্ষা পাননি। তার পকেট থেকেও পঁঞ্চাশ হাজা র টাকা নিয়ে নেয়।
নাম না জানানোর শর্তে এক ভুক ক্তভুগি বলেন মোবাইল ফোনের চেয়ে বেশি কষ্ট পেয়েছি ফোনের নাম্বার এবং ফোনে সেফরাখা কিছু মূল্যবান ডুগ মেন্টস।
এবিষয়ে আমাদের সকলকে সজাগ হওয়া দরকার। ভুক্তভুগি
অনেকে জানিয়েছেন এব্যাপারে আদমদীঘি থানায় একাধিক জিডি করা হয়েছে।