আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা কারিতাস সিএম এলআর পি-২ প্রকল্প কতৃক সোমবার ১১৫ জন উপকার ভোগী দের মাঝে ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূ চী কর্মকর্তা একরামুল হকের সভাপ তি ত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্ন য়ন ব্যাংক কৃষ্ণপুর শাখা ব্যবস্থাপক শিহাব উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক, এছাড়াও গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।
কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীল তা কর্মসূচী প্রকল্পের মধইল বাজারে অবস্থিত সিএমএল আরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণ পুর ইউনিয়নের ১১৫ জন উপকারভোগীদের মাঝে সর্ব মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা আয়মূল ক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রদান করা হয়েছে।
প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ২৬ জনকে মাচায় ছাগল পালন, ১৬ জনকে হাঁস-মরগী পালন, ৪ জনকে মাছ চাষ, ৪ জনকে সমন্বিত সবজি চাষ, ৪ জনকে বস্তায় আদা চাষ, ২ জনকে ধান ও গম চাষ,  ২ জনকে সরিষা চাষ ও ২ জনকে কেঁচো সার উৎপাদনে মোট ৬০ জনকে  ৩ হাজার ৫শ টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 
প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৫ জনকে টেইলরিং, ১৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৪ জনকে হস্তশিল্প কাজে মোট ২৫ জনকে ৪ হাজার টাকা করে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ক্ষুদ্র কৃষকদের সারা বছর ব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য ১২ জনকে সমন্বিত সবজি চাষ ও ৮ জনকে বস্তায় আদা চাষে মোট ২০ জনকে  ৫ হাজার টাকা করে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 
প্রতিবন্ধীদের আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ৮ জনকে মাচায় ছাগল পালন, ১ জনকে রাজহাঁস পালন ও ১ জনকে বস্তায় আদা চাষ মোট ১০ জনকে  ৫ হাজা র টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
One thought on “পত্নীতলায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *