আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষন ভাতা বিতরণ করা হয়েছে।
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজি জুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা সহিদুল ইসলাম, উদ্যোক্তা তাপসি রাবেয়া প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবগ, সূধীজন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ যুব প্রশি ক্ষণা র্থীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষন ভাতা বিতরণ করেন।