আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা ডাসকো’র আয়োজনে নারীর উপর সহিংসতা রোধে সোমবার উপজেলার ইউনিয়ন পর্যায়ে হয়ে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ডাসকো এনজিও সংস্থার এলাকা সমন্বয়কারী রাবেয়া সরকার এরিনার সঞ্চালনায় এবং পত্নীতলা নাগরিক সঃগঠনের আহ্বায়ক নরেন পাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ,টি,এম জিল্লুর রহমান, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার আমিনুল ইসলাম, নওগা জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাসকোর প্রকল্প ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সাংবাদিক দিলিপ চৌহান প্রমুখ।
পরে উপজেলার পাটিচরা ইউপির গাহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী সহিংসতা রোধে বাল্য বিয়ের কুফল তুলে ধরে একটি নাটিকা উপস্থাপন করে।