Related Articles
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর জি এএসএন কর্মসূচির আওতায় ও প্রাকৃতিক কৃষক সমা জ এর সহযোগিণায় এবং পত্নীতলা বীজ ব্যাংক সমূহ ও সম্ভু পুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপ জেলার সম্ভুপুর গ্রামে বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্র সার ণে “বীজ বিনিময় উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বীজ বিনিময় উৎসব উপলক্ষে আলোচনা সভা য় সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নওগাঁর সমন্বয়কারী আছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাব ও উপ জেলা সুজন এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপি’র) সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয় তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কে ন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজা নুর রহমান, উপজেলা সুজন এর সাঃসম্পাদক ও সাবেক কৃষি কর্ম কর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্ম কর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনি য়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপ জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুডু, প্রাণ বৈচি ত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি ইফতে খার আলী, লুব্ধ ধানের সংগ্রাহক ও উৎপাদক প্র কৌশলী হাসান জামান সিদ্দিক সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ, কৃৃষকবৃন্দ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা দেশিয় জাতের শাক-সবজি, ফলমুল উৎপাদন ও বীজ সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আ লোচনা করেন।
.
তারা অনিয়ন্ত্রিত জীবন ধারা ও খাদ্যরীতির পরিবর্তন করে সুস্থ্যধারার জীবন রীতিতে ফিরে আসার আহবান জানান।
.
একেবারে তৃৃণমূলে জনসাধারণের মাঝে এধরণের সচে তনমূলক প্রোগ্রাম করার মধ্যদিয়ে প্রকৃত উন্নয়ন ও পরি বর্তন সাধন করা যাবে বলে অভিমত ব্যক্ত করেন।
এসময় বিনিময় উৎসব অনুষ্ঠানে উপজেলার সম্ভুপুর, বো রাম, বুজরুকমাহমুদ গ্রামের ২২০জন কৃষাণ-কৃষাণীর হা তে ৩৭ প্রকার শীতকালিন শাক-সবজির বীজ এবং এক টি করে পেঁপের চারা বিতরণ করা হয়।
বীজ বিনিময় উৎসবে আসিবাসি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে।
অপরদিকে বেলা ৩ টায় উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে অনুরুপ বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।
Bartabd24.com সব খবর সবার আগে