আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার পাটিচরা ইউপির গাহন মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২) এবং এক ই ইউপির নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম (৪০)।
জানা গেছে, বৃষ্টিপাতের সময় মনিকা খাতুন ছাগল নেয়ার জন্য মাঠে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয় এবং এক ই ভাবে নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম বৃষ্টির সময় বাড়ির বাহিরে আম গাছের নিচে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয়। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচা র্জ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষ য়টি নিশ্চিত করেছেন।