আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন সিলা টেক -প্র মিজ ও ইডি প্রজেক্ট আন লকিং ফাইনান্সিয়াল সল্যু শ ন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রক ল্পের অব হিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদপুইয়া পত্নীতলা আঞ্চ লিক ব্র্যাক অফিসে র হলরুমে অনু ষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্র্যাক জেলা সমন্বয় ক স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসে বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমু জ্জামান মিলন।
প্রধান অতিথি তার বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দে শনা প্রদান করে বলেন ট্রে নিংগুলো নিয়ে কাজে লাগা তে হবে তাহলেই আমরা দ
ক্ষ জনবল তৈরি করতে পার বো। আর ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজে লার নতুন উদ্যোক্তাদের শেখা নো হ চ্ছে এটাকে তিনি সময় উপযো গী উদ্যোগ বলে অভি হি ত করেন।
প্রোগ্রাম অর্গানাইজার (স্টার) মরিয়ম খাতুনের সঞ্চাল নায় এসডিপি প্রোগ্রা মের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আ লোচনা করেন জেলা ব্যবস্থাপক কৃষ্ণাকলি রেমা এবং সিলাটেক কর্মসূচী সম্পর্কে ধারনা প্রদান করেন ব্র্যাক স্কিলস ডেভলপমেন্ট প্রোগ্রাম (প্রমিজ) এর জে লা ব্যব স্থাপক ফাহাদ সিদ্দিকী পান্থ।
সার্বিক দিক নির্দেশ নায় ছিলেন জেলা ব্যবস্থাপক (ইডি ) শিশিররঞ্জন রায় এবং সার্বিক সহযোগীতায় ছিলেন প্রোগ্রাম অর্গানা ইজা র (ইডি) জয়ন্ত বৈষ্ণব, এসোসি য়েট অফিসা র (প্রমি জ) মাহফুজ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্ম ক র্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফি রোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশি ষ কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্ম কর্তা মোস্ত ফা সর কার, পত্নীতলা থানার এস আই সাইফুল ইসলা ম, নজি পুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পা দক এ জে ড মিজান, ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যব সায়ী, উদ্যো ক্তা ও সাংবাদিকবৃন্দ, সুধীজন প্রমূখ।