আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপল ক্ষে জাতীয় শ্রমিকলীগ পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখা আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১মিনিট নিরবত পালন, দোয়া মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক চৌধুরী, সাধা রণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজে লা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজা দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী, দপ্তর সম্পাদক, মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), প্রচার ও প্রকা শনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান, মহিলা বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদ সদস্য মোছাঃ ফাতেমা জিন্নাহ ঝরনা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শ্রী সন্তোষ কুমার দাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোকলেছুর রহমান। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্রী গৌতম চন্দ্র দে, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক প্রমানিক, সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম (তাজ), উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বা য়ক ও পত্নীতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ার ম্যান মোছাঃ খাদিজাতুল কোবরা মুক্তা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াস আহমেদ, ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান শাহ্ বিলাস সহ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, যুব মহিলালীগ, কৃষকলীগ, ছাত্রলীগের উপজেলা ও পৌর শাখার নেতা কর্মী সুধী জন উপস্থিত ছিলেন।