Breaking News

পরিকয়ার জেরে সোহেল হত্যা পুঠিয়ায় সোহেল হত্যা মামলা আসামী আটক

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামী আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। 
আটককৃতরা হলো, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের সিরাজুল ইসলা মের ছেলে রাজিব আলী (২৯) ও উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মামুন হোসেন আলমের স্ত্রী সম্পা আক্তা র বর্ষা (২২)। 
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত্রীতে সোহেলকে তার বাড়ি থেকে ও সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ।
পরকিয়ার জেরে ভ্যানচালক সোহেলকে হত্যা করা হয়েছে বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়ে বলেন, আটককৃতরা হত্যার সাথে জড়িত বলে স্বীকা র করেছে।
হত্যার শিকার সোহেরের বন্ধু রাজিব আলীর সাথে সম্পার পরকি য়ার সম্পর্কছিলো। একদিন রাজিব সোহেলের ফোন থেকে সম্পা কে ফোন করে। সম্পার সাথে রাজি বের পরকি য়ার সম্পর্ক সোহে র জানার পর সম্পাকে ব্ল্যাকমেইল করে।
সম্পা বাধ্য হয়ে সোহেলের সাথে পরকিয়ায় সম্পর্ক করে। বিষয়টি রাজিব জানার পর সম্পা ও রাজিব মিলে সোহেল কে হত্যা করে। আটককৃতদের আদারতের মাধ্যমে মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানি য়েছেন।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. পরিকয়ার জেরে সোহেল হত্যা পুঠিয়ায় সোহেল হত্যা মামলা আসামী আটক