মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২৯মে) রবিবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,রিপোর্টার ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম।

এসময় আলোচনা সভায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠা‌নের ছাত্র-ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা,উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *