ডেস্ক নিউজ:আসন্ন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেয়া সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার (১২ এপ্রিল) শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে।
এতে নৌকা প্রতীকে মেয়র পদে মোট ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত চার দিনে আওয়ামী লীগ এ সিটিগুলোর জন্য মনোনয়ন ফরম বিক্রি করেছে। এই পাঁচ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন দলের হয়ে লড়াই করতে মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।
আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৭ জন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ জন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
পাঁচ সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন।
এ ছাড়া ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সবগুলো সিটি কর্পোরেশনেই ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।