Skip to content
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় পৌর সভার চারাবটতলাস্থ স্মৃতি পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহীনুর রহমা নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মান্নান।
উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি’র আহবায়ক সে লিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড় ল,উ পজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসে ন, পৌর যুগ্ম আহবা য়কএ্যাডঃ টিএম সাইফুদ্দীন সুমন, এ্যাডঃ আব্দুল হক গাজী স্কেন্দার, দারা উদ্দীন খান, মনিরু জ্জামান মনি, নাজমুল হুদা মিন্টু, আজহারুল ইস লাম, জামিলুর রহ মান রানা, আমিনুর রহমান, রাসেল, আরি ফুল ইসলাম, মনিরুজ্জামান, সুজন, ওবাইদুল্লাহ সর দার, আছাদুজ্জা মান মামুন, সেলিম, মহসিন, জা হাঙ্গী র, অনিক, আরিফ, রাকিব, নাহিদ, মাহফুজ, ইনজা মাম, ইসরাফিল, হান্নান, টুটুল, কুদ্দুস, মাসুদ, নুরু জ্জা মান।