আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় এক গৃহবধুকে মারপিট পুর্বক আহত করে গহনা ছিনতাইয়ের ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে। সে ডুমুরিয়ার ইকরামুল ইসলামের ছেলে ইমামুল। জন্মের পর থেকে গদাইপুর তার নানা রহমত গাজীর বাড়ীতে থাকে।
শুক্রবার রাতে তার নানার বাড়ি তাকে থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদানন্দ বিশ্বাসের স্ত্রী সাবিত্রী বিশ্বাস (৪২) বারান্ডায় বসে ছিলেন।
এ সময় বাড়ীতে অন্য কেউ না থাকার সুযোগে দুজন ব্যক্তি সদানন্দের বাড়ীতে ঢুকে তার স্ত্রীকে স্ব-জোরে কিল ঘুষি মারে। যাতে তার ৩ টি দাত নড়ে যায় এবং সে আহত হয়।
এসময় তার কানের দুটি দুল ছিড়ে নেয়,ও নাকের ফুল খুলে নেয়। ওসি রফিকুল ইসলাম জানান ঘটনায় জড়িত সন্দেহ একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে ও অন্যদের ধরার প্রচেষ্টা অব্যহত রয়েছে।