পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় নাছিরপুর বদ্ধ জলমহলে দখল হামলা
ভাঙ্গচুর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাবেক চেয়া রম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলুর ভাই সহ
থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার জলমহলের ইজারাদার উপজেলার কাশিমনগরের শেখ নাজমুল হোসেন বাদী হয়ে মোঃ আজাদ মোড়ল সহ এজহার নামীয় ২৫ ও অজ্ঞাত ৩০ ব্যক্তির বিরুদ্ধে থানায়
মামলা হয়েছে,যার নং-৬, তারিখ ২২/১০/২৪ইং।
সরকারী জলমহল দখলের হামলার ঘটনায় হোসেন মল্লিক ও আবু বক্কার মোড়ল আহত হয়।
গুরুতর আহত অবস্থায় রাতেই হোসেন মল্লিককে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ মামলায় গত দু’দিনে কাউকে আটক করতে পারিনি
পুলিশ।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যুবদলের কর্মী মোঃ হোসেন মল্লিক এর শারিরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সুত্রে জানা গেছে, কপিলমুনি নাছিরপুর বদ্ধ জলমহল দখল নিয়ে প্রতিপক্ষ মোঃ আজাদ মোড়ল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই সুত্র ধরে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় ও ২১অক্টোবর ভোররাতে দু’দফায় জলমহল দখল চেষ্টা চালানো হয়।
জলমহল ইজারাদারের ভাই শেখ নাজমুল হোসেন অভিযোগ করেন প্রতিপক্ষ আজাদ মোড়লের নেতৃত্বে ২০/৩০জন দৃর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দখল চেষ্টা চালায়। এ সময় বাসা বাড়ী ভাঙ্গচুর ও অগ্নিসংযোগকরে সব কিছু পুড়ি য়ে দেয়। এতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধংস হয়।
এঘটনায় শেখ নাজমুল হোসেন বাদী হয়ে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলুর ভাই আজাদ মো ড়লকে ১নং আসামী ও রায়হান গাজী, আবুল হোসেন, রাসে ল গাজী, হারুন গাজী, নাজমুল গাজী, রাতুল গাজী ও মামুন গাজী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জু ডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদা লত পাইকগাছা থানাকে এফআইআর এর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম রেজা জানান,এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।