পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী
কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি রফিকুল ইসলাম, গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাকেরা বানু।
স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষক দানেশ আলী, এমতাদ, আ’লীগনেতা নির্মল কান্তি মন্ডল ও
সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজিএমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে অত্র এলাকার ৪০ জন প্রশিক্ষনার্থী দুই মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করবে।