পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পৌর বিএনপির আহবায়ক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে জামাত বিএনপির ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর রাড়ুলী ইউনিয়নের নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌর বি এন পির আহবায়ক সেলিম রেজা লাকি, গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে রাশেদ বিশ্বাস(৩৮), সোলাদানা ইউনিয়নে বয়রঝাপা গ্রামের নূর ইসলাম মোড়লের ছেলে তরিকুল ইসলাম, গড়ুইখালী ইউনিয়নের বাঁশাখালী গ্রামের সোনাই গাজীর ছেলে মফিজুল ইসলাম টাকু,(৪৫), একই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জালাল উদ্দীনের ছেলে রানা মোড়ল(৩৫), হাফিজুর রহমানের ছেলে ইমরান হোসেন(৩২), কপিলমুনি ইউনিয়নের শেখ আবুল কাশেমের ছেলে শেখ ইমাদুল ইসলাম। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ২০২২ সালের রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর রাতে পরিত্যক্ত রাইচ মিলে সরকার বিরোধী নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করছিল।

এ সময় পুলিশের অভিযানে নাশকতা করার সরঞ্জাম সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওই সময় ৬০/৭০ জনের নামে মামলা হয়। এ মামলায় আসামিরা পালাতক ছিলো। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *