Breaking News

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে যশোরের  মনিরামপুরের জয়

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ
পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায়  যশোরের মনিরামপুর ফুটবল একাদশ জয়লাভ করেছে।
  বুধবার বিকালে উপজেলার রাড়ুলীর ইউএফডি ক্লাব এই খেলার আয়োজন করে। রাড়ুলী ইউ এফ ডি ক্লাব ফুটবল মাঠে সাতক্ষীরা র তালা ফুটবল একাদশ ও যশোরের মনিরা মপুর ফুটবল একাদশ এর মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় তালা ফুটবল একাদশ কে ১-০ ব্যবধানে পরাজিত করে মনিরামপুর ফুটবল একাদশ জয়লাভ করে । খেলায় প্রধান  অতি থি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও   খুলনা-৬ (পাইকগাছা কয়রা) আসনের ধানের শীষ প্রতীকের  মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ আব্দুল মজিদ ।
বিএনপি নেতা  এস এম নাজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠা নে বিশেষ  অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসে ন, তুষার কান্তি মন্ডল, এ্যাডঃ সুমন আহমেদ, মেসের আলী সানা ,শেখ হাবিব,মুনসুর আলী গাজী।
উপস্থিত ছিলেন আঃমজিদ মিস্ত্রি, বাবু, সামাদ, কামাল হোসেন, সেকেন্দার গাজী, তকিম গাজী, আবু হেনা খোকন, আঃ রব, ইমান আলী, তৈয়বুর রহমান, আজিজ মোড়ল বাচ্চু গাজী, সাদ্দাম হো সেন, সাংবাদিক আহমেদ  আলী বাচা, কেরামত মোড়ল, মাসুম গা জী, সাদেক গাজী, তানভির আহমেদ, মো তিতাস মন্ডল, শহীদু ল মোড়ল, ইউনুচ আলী মোড়ল, মাহবুব সরদার, ইয়ামিন সানা, খো কন মোড়ল, হাফিজ গাজী, সাবেক মেম্বর বজলু মোড়ল, ফ য়জু ল্লাহ গাজী, শিক্ষক  বাবু মাষ্টার, মোমিন তাওয়ালী, কালাম গাজী, আল আমিন সানা, সম্রাট কাগজী, সহিল উদ্দিন সরদার ও আজ মীর কাগজী।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে যশোরের  মনিরামপুরের জয়