পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জন তা রগণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরি বারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনু ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপ জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভা ব্পতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফ তেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, উপ জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী স ম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায় , মেডিকেল কর্মকর্তা ইব্রাহিম গাজী।
বক্তব্য রাখেন প্রেসক্লাবেরসহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিহত নুর নবীর স্ত্রী আকলিমা বেগম, রাকি বুল ইসলামে র মা রেবেকা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, আল শা হরিয়ার রুম্মন, ফজলে রাব্বি, আফরোজা জাহান জনা
ও জান্নাতুল ফেরদৌস এশা। দোয়া অনু ষ্ঠান পরিচাল না করেন উপজেলা মডেল মসজিদের ইমাম এমডি আশ রাফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই গণঅভ্যুত্থানে আহ ত ও শহিদদের স্মরণে এক নিরবতা পালন করা হয় এবং অনুষ্ঠান শে ষে শহিদ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সা র্বিক খোঁজ খবর নেন এবং সরকারি ভাবে সব ধরনে র সহ যোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মক র্তা মাহেরা নাজনীন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *