Oplus_0
পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় প্রতিপক্ষের মরপিটে রাজেশ (২০) ও শ্রাবন্তী মন্ডল (৩৫) নামে দু’জন আহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন,পুর্বশত্রুতা বশত সোমবার চড়কপূজা শেষে রাত ৯ টার দিকে উপজেলার লস্কর ইউপির খড়িয়ার লেবুবুনিয়াতে মারপিটের এ ঘটনা ঘটে।
আহত’রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপা তালে ভর্তি খড়িয়া লেবুবুনিয়ার পরেশ মন্ডলের ছেলে রাজেশ মন্ডল জানান, প্রতি বেশি দীপক মন্ডল পরিবারের সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ ছিল।
সর্বশেষ গ্রামে সার্বজনীন চড়ক পূজা উপলক্ষে দীপক মন্ডলের বাড়িতে যাওয়ার বিষয়ে রাজেশের পরিবার আপত্তি জানায়।
এ নিয়ে পুজোঁর দিন বিকেলে রাজেশের বাবা পরেশ মন্ডলের সাথে স্থানীয় উৎপল মন্ডল তর্ব-বিতর্ক ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয়’রা হস্তক্ষেপ করে প্রাথমিক ভাবে মিমাংসা করে দেয়।
জানাগেছে,সন্ধ্যায় উৎপল বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরবর্তীতে প্রতিপক্ষরা রাজেশের বাড়িতে চড়াও হয়।
এ বিষয়ে পরেশ মন্ডল অভিযোগ করেন, প্রতিপ ক্ষরা পরিকল্পিত ভাবে লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে এসে ছেলে রাজেশ ও ভাই কমলেশের স্ত্রী শ্রাবন্তীকে বেধড় মারপিট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *