Breaking News

পিআরের নামে জামায়াত-ভোট ব্যাংক ভারি করার চেষ্টা করছে:আসাদুজ্জামান রিপন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা।

সোমবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পতিত আওয়ামী লীগের কঠো র সমালোচনা করে তিনি বলেন, গত ১৫’ বছরে এ দল টি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এমনকি পুলিশ বাহীনি দিয়ে বিরোধী দলের নেতা- কর্মীদের দমন পীড়ন চালাতো।

মিথ্যা মামলায় হয়রানী, গুম,খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্ব কা রী দাবিদার দলটি গন আন্দোলনে ৫ আগস্টে পতন ঘটে।

সেই দলের প্রধান থেকে শুরু করে চ্যালা চামেন্ডারা পালিয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাসে নজীর বিহিন ঘটনা। সে জন্য বলি দল ভারি করতে এসব দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোন ভাবেই দলে আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবেনা।

আগামীতে দে শের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।

পিআর পদ্ধতি এদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য না এমন মন্তব্য করে তিনি জামায়েত ইসলামীর সমালোচনা করে ব লেন, এদলটি গনতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করতে ইহ্যুদি দের পদ্ধতি পিআর নিয়ে জল ঘোলা করছে।

পিআরের নামে ত্রয়োদশ জাতিয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে।

কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মানবেনা। যথা সময় দেশে ভোট অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পুর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি, এখন দেখছি তারা পিআ রের নামে পথে ঘাটে সাইনবোর্ড প্যানা টাঙিয়ে মানুষের বিভ্রা ন্তি ছড়াতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করা চেষ্টা করছেন।

উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভা পতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।

যুবদল নেতা রুস্তম, ইমরান হোসেন ও আনোয়ারুল ইসলা মের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র
আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো ল্লা খাইরুল ইসলাম,জুলফিক্কার আলী জুলু জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত,সদস্য সচিব নাদিমুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু,উ পজে লা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলার সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সভা পতি আসরাম পারভেজ, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, ছাত্রদল সভাপতি দেবেন ঘোষ, সাদ্দাম হোসেন প্রমুখ ।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. পিআরের নামে জামায়াত-ভোট ব্যাংক ভারি করার চেষ্টা করছে:আসাদুজ্জামান রিপন