Breaking News

পিতার মৃত্যুর রহস্য উদঘাটন ও অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
পিতার মৃত্যুর রহস্য উদঘাটন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নিহত মোঃ ইব্রাহিম শেখ এর মেয়ে মি থুন আফরোজ ইমা।
মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথুন আফ।রোজ ইমা লিখিত অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর
বৃহস্পতিবার আমার পিতাঃ মোঃ ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ।ব্রীজের নিচ থেকে আহত অ।বস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে তিনি বাগেরহাট।জে।লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমার দাবি
প্রশাসন যত দ্রুত সম্ভব বাবার মৃত্যুর প্রকৃত রহস্য।উৎ।ঘাটন করার দাবি।করেন।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, একটি কুচক্রী মহ ল মুনিগঞ্জ ব্রীজের নিচ।থেকে ১৮ ল¶ টাকা লুটসহ আও।য়ামীলীগ নেতার মৃত দেহ উদ্ধার শিরো নামে সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।
আমার বাবাকে আও য়ামীলীগ নেতা পরিচয় দেওয়া।হলে ও আমার বাবার জী বদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না,।এবং আমার বাবার কাছে ১৮ লক্ষ টাকাও ছিরো না।
আমার বাবার এ মৃত্যুতে আমাদের পরিবার সহ আত্মীয় ¯^জন সকলেই গভীর ভাবে শোকাহত এরই মধ্যে এই সব
ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় আমার মানুষের বিভিন্ন প্রশ্নে র সম্মুখীন।হচ্ছি। যা আমাদের পরিবারের জন্য খুবই বিব্র তকর।
আমার বাবার মৃত্যুতে কোন।গোপন রহস্য রয়েছে বলে আমাদের বিশ্বাসকরি।
আমরা প্রশাসনের ঊর্ধ্বতনক র্তৃপ¶ের কাছে দবি আমার পিতার মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উৎঘাটন করে।আইনগত ব্যবস্তা গ্রহন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচার।কারিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …