পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় অপহরণের ৫ দিন পর উদ্ধার হয়নি স্কুল ছাত্রী অরণী আক্তার আঁখি (১৫)। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অ পহরণের শিকার হয় আখি।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া পোড়াদহ ব্রিজে সংলগ্ন পুঠিয়া-তাহেরপুর সড়কে এ ঘটনাটি ঘটে।
অপহরণের শিকার স্কুল ছাত্রী আখি উক্ত ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের ওমান প্রবাসী আলতাব হোসেনের মেয়ে।
জানাগেছে, গত রবিবার সকাল ৭ টার সময় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পুঠিয়া তাহেরপুর
সড়কের পুড়াদহ ব্রিজের কাছে পৌছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বড়বড়িয়া গ্রামের আব্দুলের ছেলে সেলিম (২৪) ও তার সহযোগি একই গ্রামের মৃত সোব হানের ছেলে তাইজুল ইসলাম, রেজাউলের ছেলে শুভসহ
৬জন মিলে একটি মাইক্রোবসে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরে আঁখির মা শিরিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আ সামী করে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন। মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম বলেন, আসামী আট কের চেষ্টা চলছে।
দুই এক দিনের মধ্যে আসামী আটকসহ স্কুল ছাত্রী উদ্ধার করা সম্ভব হবে বলে এ কর্মকর্তা জানান। #
Bartabd24.com সব খবর সবার আগে