স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়ায় নসিমন ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। রবিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের বাসুপাড়া আড়তের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজন আটো রিক্সার যাত্রি ছিলো।
গুরুতর আহতরা হলো, পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী ওয়ার্ডের মৃত মজিব রহমানের ছেলে আজিজুল ইসলাম (৭০), রাজশাহী মহানগরের মতিহার থানার কাটাখালি এলাকার গোলাম রসুলের ছেলে স¤্রাট (৩০) ও নাটোর গুরুদাসপুর উপজেলার রবিউল ইসলামের ছেলে গোলাম রসুল (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পুঠিয়া হতে যাত্রি নিয়ে তাহেরপুরগামী আটোরিক্সা পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের বাসুপাড়া মাছের আড়ত পৌছানো মাত্রই বিপরীতগামী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরিক্সার যাত্রী আজিজুল, স¤্রাট ও গোলাম রসুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় পুঠিয়া ফায়ারসার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস কর্মীরা গুরুতর আহদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করে। সেখানে তাদের আবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস তাদেরকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। #