স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়ায় পারি বারিক কলহের কারণে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামের এক বিদ্যালয়ের দারোয়ান আত্নহত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় এআত্নহত্যার ঘ টনাটি ঘটে। নিহত অরিফুল ইসলাম উপজেলা রভা লু কগাছি নওপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। এছাড়াও তিনিপুঠিয়া বালিকা উ”চ বিদ্যালয়ের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার অরি ফু।লের স্ত্রীর সাথে।পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটা হয়। এ কারণে অভিমান করে।সে আত্নহত্যা করতে পারে।
শুক্রবার সন্ধ্যায় নিজবাড়ির বাঁশের আড়েরসাথে ওড়নায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। বিষয়টি তার পরিবারের লো কজন জানতে পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দেয়। খব র পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা¯’ালে পৌঁছে আরিফু লের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আরিফুলে মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকাবাসী একন জর দেখতে ভিড়।জমায় তার বাড়িতে। আরিফুলের মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ করিব হোসেন বলেন, আমরা জানার পর ঘটনা¯’লে গিয়ে তার লাশ উদ্ধার করি।
আত্নহত্যার বিষয়টি জানার পর ও পারিবারের কোন অভি যোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
Bartabd24.com সব খবর সবার আগে