স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) উপজেরা ঃ পুঠিয়ার বেলপুকুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
নিহত চার জনের কোন পরিচয় পাওয়া যায় নি। নিহত দুইজন ট্রাকের ড্রাইভার ও হেলপার এবং দুইজন অটো রিকশার যাত্রী ছিলো বলে জানিয়েছেস্থানীয়রা।
এছাড়াও অটোরিকশায় থাকা আরো দুইজন গুরুতর আহত
হয়েছে। শনিবার দুপুর দুইটার সময় ঢাকা-রাজশাহী মহাস ড়কের উপজেলার বেলপুকুর পুলিশ চেকপোষ্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বেলপকুর বাইপাস সড়ক থেকে দ্রুতগামী এটি টিসিবির পণ্যবাহী ট্রাক ঢাকা-রাজশাহী মহাসড়ককের বেলপুকুর পুলিশ চেকপোষ্টে পৌছানো মাত্রই অপর দিক থেকে একটি যাত্রী বোঝাই অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় অটোরিকশায় থাকা যাত্রীরা মহাসড়কে পাশেছিটকে পড়ে। এছাড়াও ট্রাকটি মহাসড়কের দক্ষিণ পার্শ্বের খাদে প ড়ে যায়। খাদে ট্রাকটি পড়ে যাওয়ায় ট্রাকে ড্রাইভার হেলা পার খাদে পড়ে গুরুতর আহত হয়।
এসময় ঘটনা স্থলে দুইজন নিহত হয়। বাকিদের গুরুতর
অবস্থায় রাজশাহীর ফায়াসার্ভিস কর্মীরা ও স্থানীয় এলাকা বাসীরা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। #