স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় স্বামী হত্যার বিচার চেয়ে পুঠিয়া থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮১ জনের নামে হত্যঅ মামলা দায়ের কারেছেন উপজেলা র বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের মাছুরা বেগম নামের এক নারী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাকেব স্বারাষ্ট্রমন্ত্রী আসা দুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আ লম, সাকেব স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৬ (চাঘাট-বাঘা) আসনের সাবেক সাংসদ রায়হানুল হক, চাঘাট উপজেলা আ’লীগের সভাপতি
আনোয়ার হোসেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ ও জিএম হিরা বাচ্চু, সাজ্জাদ কমিশনার, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবিসহ ১৮১ জনের নাম উল্লেখ রয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) পুঠিয়া থানায় দায়ের করা মামলায় আরো অজ্ঞাত ২৫০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৫ জানুয়ারী বিকাল সাড়ে তিনটায় উপজেলার বানেশ্বর বাজারে রাজ শাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর মসজিদ মার্কেটের
সামনে পেঁয়াজহাটায় ২০ দলীয় জোটের সংবিধান ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির আহবানে রাজনৈতিক কর্মসূচী পালন করছিলো। উক্ত কর্মসূচীতে রাজ শাহী জেলা বিএনপির আহাবায়ক আবুসাঈদ চাঁদের নেতৃত্বে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। এসময় শেখ হাসিনাসহ মন্ত্রীদের নির্দেশে আসামীরা বিদেশি পিস্তল, দেশিয় আগ্নেআস্ত্র, ধারালো রামদা, হাসুয়া, ডেগার, চাইনিজ কুড়াল, হকিস্টিক, হাতুড়ি, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি, হাত বোমা পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরকদ্রবোসহ সজ্জিত হয়ে ভয়ঙ্কর ভাবে ঘটনাস্থলে প্রবেশ করে তাদের হামলা ও গুলি বর্ষণ বিএনপি কর্মী মজি র উদ্দিন নিহত হয়।

এসময় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলি শ মামলাটি গ্রহন না করে ফিরিয়ে দেয়। বর্তমানে সরকা রের অধীনে ন্যায় বিচার পাওয়ার আশায় মামলাটি দায়ের করা হয়। এ ব্যাপারে পুঠিয়া থানা

অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, মামলাটির এজা হার গ্রহন করা হয়েছে। মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *