স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়ায় হাবিবুর রহমান হাবিব নামের ১১ বিচারধীন মাদক মামলার আসামীকে আটক করছে পুঠিয়া থানা পুলিশ। আটক হাবিবুর রহমান উপজেলার বানেশ^র ইউনিয়নের থান্দার পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ ফারুক হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবকে তার নিজ বাড়ি হতে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, আটক হাবিবুর রহমান তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বানেশ্বর এলাকায় বিভিন্ন রকম মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
শনিবার সকালে আদলতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে এ কর্মকর্তা জানান। #