স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার বানেশ^র হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে।
অভিযুক্ত মুদি ব্যবসায়ী মফিজ আলী বানেশ^র হাটের বণি ক সমিতির অফিসের সিড়ির নিচে পলেথিন দিয়ে ঘিরে মুদি ব্যবসা করেন।
স্থানীয় একটি গ্রুপের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে বানেশ^র হাটের বণিক সমিতির সিড়ি সংলগ্ন জায়গা দখল করে ঘর নির্মাণ শুরু করেন।
বিষয়টি স্থানীয় ও হাট কমিটির নজরে এলে তারা উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিক ভাবে জানান। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝর দখলকৃত জা য়গায় ঘর নির্মাণ বন্ধ করে দেন। বর্তমানে ঘর নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
এছাড়াও বানেশ^র হাটের সবজি পট্টির ড্রেনের উপর জায় গা দখল করে ঘর নির্মাণের কাজ চলছে। এসব জায়গায় পূ র্বের সবজি বিক্রেতারদের বাদ দিয়ে অন্যদের টাকার বিনিম য়ে বরাদ্দ দিয়েছে স্থানীয় একটি দখলদার চক্র।
দখলদার মফিজ আলী জায়গাটিতে দখলে বিষয়ে কাউকে টাকা পয়সা দেওয়ার কথা অস্বীকার করেন জানান, দীর্ঘ ৫০ বছর ধরে পলিথিন দিয়ে ঘিরে মুদির ব্যবসা করছি।
বর্ষা এলে নিচের অংশ কার্দমাক্ত হওয়ায় সেখানে পাঁকা করা হয়েছে। এছাড়াও চারিদেক কয়েকটি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেন নির্ঝর বলেন, বানেশ্বর হাটের জায়গা দখল করে ঘর নির্মা ণের অভিযোগ পাওয়ার পর তার বন্ধ করে দিয়েছি।
এছাড়াও তিনি বলেন, বানেশ্বর তহসিল দারকে হাটের জায় গা দখলের তালিকা করার জন্য জানানো হয়েছে। সেই তালি কা মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মক র্তা জানান। #